You may advertise here for this year (Contact :- Bikash Mazumder, Ph : +91 98311 87124)

CM Speech

মা আসছেন, মা-মাটি-মানুষের সম্প্রীতি উৎসবে যােগ দিতে, আমাদের আনন্দ-উচ্ছাসে সামিল হতে। আবার আমরা পালন করব আমাদের প্রিয় উৎসব, দুর্গাপুজো। জাতি-ধর্ম নির্বিশেষে, আবার আমরা সবাই মিলে ভাগ করে নেবাে পুজোর আনন্দ। অবশ্য কোভিড পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। সংকট এখনও কাটেনি। সাধ্যমত আমরা তাই চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে, সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আমরা আশাবাদী, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে, বিশ্ব সম্পূর্ণভাবে করােনামুক্ত হবে। মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। প্রার্থনা করি, দশভুজার আশীর্বাদে কেটে যাক সব অন্ধকার, দূর হয়ে যাক সব মলিনতা। ঘরে ঘরে বেজে উঠুক শঙ্খধ্বনি, জ্বলে উঠুক আশার প্রদীপ। উমা মায়ের আশীর্বাদ ধরণীর বুকে বয়ে আনুক অপার সুখ, শান্তি, সংহতি, সমৃদ্ধি আর একতার বার্তা। এই শারদোৎসবে মানুষ যাতে নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভােগ করতে পারেন, তার সমস্ত প্রয়ােজনীয় প্রস্তুতি আমরা নিচ্ছি। আয়ােজকদের কাছে তাই অনুরােধ, সরকারের সঙ্গে সবরকম সহযােগিতা করুন আর কোভিড বিধি যাতে বজায় থাকে, তা নিশ্চিত করুন। আপনাদের শারদোৎসবের আয়ােজন সফল হােক, এই আশা রাখলাম। সকলকে জানাচ্ছি শারদীয়ার অনেক অনেক প্রীতি, ভালবাসা ও শিউলি শুভেচ্ছা।